মোটোরোলা ভারতের বাজারে তাদের নতুন moto g45 5G ফোন লঞ্চ করেছে। আপনি অফার সহ মাত্র 9,999 টাকা দামে এই ফোনটি নেতে পারেন। আগামী 28 আগস্ট থেকে শপিং সাইট ফ্লিপকার্টের এবং আমাজন মাধ্যমে এই ফোনের সেল শুরু হবে। এই ফোনে 50 মেগাপিক্সেল ক্যামেরা, 5000mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন 6এস জেন 3 চিপসেট, 13 5G মতো বিভিন্ন শক্তিশালী ফিচার যোগ করা হয়েছে। আজ বিস্তারিত নেওয়া আলোচনা যাক MOTOROLA g45 5G ফোনটি সম্পর্কে।
moto g45 5G ফোনের দাম কতো
মোটো জি45 5G দুটি ভ্যারিয়েন্টে ভারতের বাজারে লঞ্চ হয়েছে। 4 GB + 128 GB জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 10,999 টাকা। এবং 8 GB + 128 GB জিবি র্যাম ভ্যারিয়েন্টের জন্য 12,999 টাকা খরচ করতে হবে।
আগামী 28 আগস্ট দুপুর 12টা থেকে আমাজন শপিং সাইট এবং ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনের সেল শুরু হবে। এই ছাড়া ফোনটি অ্যাক্সিস বা আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট কোড়লে 1000 টাকা ছাড় পাবেন । ব্যাঙ্ক অফারের সঙ্গে ডিভাইসকির প্রাথমিক মূল্য হবে 9,999 টাকা। এটি ফোনটিতে তিনটি রঙের বিকল্পে এসেছে – ভিভা ম্যাজেন্টা, ব্রিলিয়ান্ট ব্লু এবং ব্রিলিয়ান্ট গ্রিন। 5000mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন 6এস জেন 3 চিপসেট, 13 5G ব্যান্ডের মতো বিভিন্ন শক্তিশালী ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক MOTOROLA g45 5G ফোনটি সম্পর্কে। ( আরও পড়ুন: নতুন ব্রডব্যান্ড কানেকশনের সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে iPhone 15! বিস্তারিত জেনে নিন!)
moto g45 5G ফোনের স্পেসিফিকেশন কি আছে
ডিসপ্লে: এই ফোনে আপনি 6.5 ইঞ্চির ডিসপ্লে দেখেতে পাবেন। এবং ডিসপ্লে স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট দেয়া হয়েছে, এই ফোনটিতে 240Hz টাচ স্যাম্পেলিং রেট, গোরিলা গ্লাস 3 প্রোটেকশন ও পাঞ্চ হোল কাটআউট রয়েছে।
প্রসেসর: moto g45 5G ফোনে কোম্পানির পক্ষ থেকে স্ন্যাপড্রাগন 6এস জেন 3 চিপসেট যোগ করা হয়েছে। moto g45 5G ফোনটিতে ছোটো বড়ো সব ধরণের গেমে খূব সহজে খেলতে পাড়বেন।
স্টোরেজ: এই ফোনে 4GB পর্যন্ত 4 GB + 128 GB এবং 8 GB + 128 GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটির RAM বাড়ানোর জন্য এতে RAM Boost টেকনোলজি রয়েছে। এর ফলে এতে RAM এর পারফরমেন্স খূব ভালো পাওয়া যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Moto G45 5G ফোনের পিছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অন্যান্য: moto g45 5G ফোনে ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP52 রেটিং, মোটো জেসচার, 13 5G ব্যান্ড, ডুয়েল সিম 5জি, ব্লুটুথ, ওয়াইফাই এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 OS সহ পেশ করা হয়েছে। এতে 1 বছর OS আপডেট ও 3 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।