Everybody Wins 2024:নতুন ব্রডব্যান্ড কানেকশনের সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে iPhone 15! বিস্তারিত জেনে নিন!

By JK Official

Updated on:

iphone 15 with broadband connection
free iphone 15 with broadband connection:উৎসবের মরশুম শুরুর আগেই চারদিকে যেন অফারের মেলা বসে গেছে। তবে আজ একটি ব্রডব্যান্ড কোম্পানি তাদের বিশেষ অফার জারি করেছে টাটা প্লে ফাইবার। টাটা প্লে FTTH (ফাইবার-টু-দ্যা-হোম) আর্ম তাদের ‘Everybody Wins’ অফার ঘোষণা করেছে। কোকোম্পানির পক্ষ থেকে এই অফারের মাধ্যমে নির্দিষ্ট কিছু ইউজার বিনামূল্যে iPhone 15 (128GB) জিতে নিতে পারবেন। এটি 2024 এর 14 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত এই সীমিত সময়ের জন্য অফার চলছে।

টাটা প্লে ফাইবার ‘Everybody Wins’ অফার

জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে ‘Everybody Wins’ অফারের অধীনে নতুন ইউজারদের সুনিশ্চিত উপহার দেওয়া হবে। এই অফারের মাধ্যমে আইফোন 15 ছাড়াও ইউজাররা আমেরিকান টুরিষ্টার ব্যাকপ্যাক, মুভি টিকিট এবং সুইগি ভাউচার দেওয়া হচ্ছে। তবে মনে করিয়েদি এই অফারটি টাটা গ্রুপের কর্মচারী, বিক্রেতা বা এন্টারপ্রাইজ ক্লায়েন্টদের জন্য প্রযোজ্য নয়।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Everybody Wins

‘Everybody Wins’ এর অফার ডিটেইলস

এই অফারটি শুধুমাত্র 50Mbps থেকে 1Gbps পর্যন্ত সীমিত কিছু ইউজারদের জন্য দেওয়া হয়েছে। এতে ইউজারদের জন্য হুইল স্পিন করার সুযোগ রাখা হয়েছে। যারা নতুন প্ল্যান কিনবেন, তারা এই হুইল স্পিন করতে পারবেন, যেখানে চারটি গিফ্টের মধ্যে যেকোনো একটি পাওয়ার সুযোগ থাকবে। গিফ্টের মধ্যে রয়েছে আইফোন 15 (128GB), আমেরিকান টুরিস্টার ব্যাকপ্যাক, মুভি টিকিট এবং সুইগি ভাউচার। হুইলটি যেকোনো একটি প্রাইজে এসে থামবে, সেটিই আপনার হয়ে যাবে।

কিভাবে পাওয়া যাবে ফ্রি গিফ্ট?

ফ্রি গিফট পাওয়ার জন্য আপনাকে টাটা প্লে ফাইবার অ্যাপ বা সাইটে যেতে হবে। এরপর “More” সেকশনে ক্লিক করে “My Rewards” সেকশনে যেতে হবে। সেখানে আপনার অ্যাক্টিভেশনের তারিখ থেকে 48 ঘণ্টার মধ্যে একটি লিঙ্ক পাওয়া যাবে, যেখানে কুপন কোড দিয়ে রেজিস্টার করতে হবে।

10 দিনের মধ্যে পৌঁছে যাবে গিফ্ট

ইউজাররা বেশ কিছু ফিজিকাল গিফট (যেমন আইফোন বা ব্যাকপ্যাক) জিতলে তা 7 থেকে 10 দিনের মধ্যে ডেলিভার করা হবে। অন্যদিকে ভাউচার এবং মুভি টিকিট রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেল আইডিতে 48 ঘণ্টার মধ্যে পাঠানো হবে।

নোট: কোম্পানির বক্তব্য অনুযায়ী লিঙ্ক এবং কুপন কোড পাওয়ার তারিখ থেকে 7 দিনের মধ্যে কুপন কোডটি রিডিম করতে হবে। নয় তো ইউজাররা এই সুবিধা উপভোগ করতে পারবে না। এর ভ্যালিডিটি 30 দিন পর্যন্ত থাকবে।

Related Posts

Jio 5G SIM recharge plan: Jio এর নতুন 200 টাকা দামের সস্তা 5G প্ল্যান লঞ্চ হল , জেনে নিন বিস্তারিত!

Airtel Family Recharge Plan: 4 জনের মোবাইল চলবে ১ রিচার্জে, এবার আসল চাপে পড়লো জিও !

AI ফিচার দিয়ে ভারতে লঞ্চ হল Lenovo Yoga Slim 7i,দেখে নিন এর দাম কত !

সাবস্ক্রিপশন সহ BSNL প্ল্যানের লিস্ট, ফ্রি কল ও ডেটার সঙ্গেই পাওয়া যাবে !

JK Official

আমি জনরুল খান পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর। আমরা আপনাকে সর্বশেষ ব্রেকিং আপডেট সরবরাহ করি

Leave a Comment