Home MOBILE ZONE Vivo T3 Pro 5g Price in India 2024: ভারতে লঞ্চ কনফার্ম হলো...

Vivo T3 Pro 5g Price in India 2024: ভারতে লঞ্চ কনফার্ম হলো Vivo T3 Pro 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

31
0
Vivo T3 Pro 5g Price in India
Vivo T3 Pro 5g Price in India: ভারতীয় বাজারের লঞ্চ ঘোষণা করেছে ভিভো তাদের T3 Pro 5G স্মার্টফোন। ভিভো কোম্পানির তাদের ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনটির স্পেসিফিকেশন জানিয়ে দেয়াছে। এতে 120Hz রিফ্রেশ রেট সহ 3D কার্ভ AMOLED স্ক্রিন এবং 4500 নিটস পর্যন্ত ব্রাইটনেস দেওয়া হয়েছে ভিভো তাদের T3 Pro 5G স্মার্টফোনটিতে। কোম্পানি এই ফোনটি অরেঞ্জ কালার এবং ভেগান লেদার ফিনিশ সহ লঞ্চ করেছে। এই ফোনটিতে স্ন্যাপড্রাগন SoC এবং সোনী সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে।

ভিভো কোম্পানির জানিয়েছে তাদের T3-সিরিজের সংখ্যা আরও বাড়াতে হবে। কোম্পানি এই সিরিজের অধীনে Vivo T3 Pro 5G এবং Vivo T3 স্মার্টফোন লঞ্চ করবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল ঘোষণা করা হয়নি, কিন্তু iQOO Z9s Pro ফোনটির রিব্র্যান্ড ভার্সন। আগামী 21 জুলাই ভারতে লঞ্চ হতে পারে আপকামিং Vivo T3 Pro ফোনটি । Vivo T3 Pro 5G লঞ্চ ডেট এই মাসের শেষ সপ্তাহের দিকে আপকামিং Vivo T3 Pro ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনটির 5টি ফিচার সম্পর্কে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Iphone 15 with broadband connection
নতুন ব্রডব্যান্ড কানেকশনের সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে iPhone 15! বিস্তারিত জেনে নিন!

Vivo T3 Pro 5G স্পেসিফিকেশন

Vivo T3 Pro 5G এর ফিচার:ভিভো কোম্পানির তাদের ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনটির স্পেসিফিকেশন জানিয়ে দেয়াছে। এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা লিস্টিং এবং রিপোর্ট অনুযায়ী আপকামিং Vivo T3 Pro 5G ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ 3D কার্ভ এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। কোয়ালকম Snapdragon 7 Gen 3 চিপসেট দেওয়া হতে পারে প্রসেসিঙের জন্য এই ফোনটিতে। এই চিপসেট iQOO Z9s Pro ফোনটিতে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
Vivo T3 Pro 5G ফোনটিতে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে OIS ফিচারযুক্ত 50MP Sony IMX882 সেন্সর এবং 8MP আলট্রা-ওয়াইড সেন্সর যোগ করা হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T3 Pro 5G ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
ভিভো আপকামিং T3 Pro 5G ফোনটি স্লিম প্রোফাইল এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। (আরও পড়ুনঃ নতুন ব্রডব্যান্ড কানেকশনের সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে iPhone 15! বিস্তারিত জেনে নিন!)

Vivo T3 Pro 5G লঞ্চ ভারতে

Vivo T3 Pro 5g Price in India 2024:কিছু দিনের মধ্যেই ভারতে লঞ্চ হতে পারে আপকামিং Vivo T3 Pro ফোনটি।
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এই ফোনটি আগস্টের শেষ সপ্তাহের দিকে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি ভারতীয় বাজারে 20 থেকে 25 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে মনে করা হছে।

Vivo T3 Pro 5G এর গীকবেঞ্চ লিস্টিং

Vivo T3 Pro 5G ফোনটি সম্প্রতি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে V2404 মডেল নাম্বার সহ দেখা গেছে। গীকবেঞ্চ টেস্টে এই ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1,147 এবং মাল্টি-কোর টেস্টে 3,117 স্কোর করেছে।

গীকবেঞ্চে প্রকাশিত ডিটেইলস অনুযায়ী, Vivo T3 Pro 5G ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট থাকতে পারে, যার সাথে 2.63GHz হাই ক্লক স্পীড থাকবে। গ্রাফিক্সের জন্য Adreno 720 জিপিইউ যোগ করা হতে পারে। এছাড়াও, এই ফোনটিতে প্রায় 8GB RAM থাকতে পারে, যদিও এটি বিভিন্ন ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে।

গীকবেঞ্চে পাওয়া তথ্য অনুযায়ী, Vivo T3 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এর সাথে কাজ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here