Home MOBILE ZONE TECNO Spark 30C 5G ফোনের লঞ্চ ডেট, সস্তায় পাওয়া যাবে দারুণ ফিচার

TECNO Spark 30C 5G ফোনের লঞ্চ ডেট, সস্তায় পাওয়া যাবে দারুণ ফিচার

51
0
TECNO Spark 30C 5G

TECNO Spark 30C 5G: টেকনো এখন তাদের 5G ফোনের পরিধি আরও বাড়াতে কাজ করছে। কিছু দিন আগে তারা Tecno Pop 9 5G স্মার্টফোনটি বাজারে লঞ্চ করেছিলো। এবং এখন TECNO তাঁদের নতুন ফোন TECNO Spark 30C 5G ফোনটির লঞ্চ এর ঘোষণা করেছে। যা খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে যাচ্ছে। এই মাসেই ফোনটি বাজারে আসবে, আর TECNO কোম্পানি তাদের নতুন ফোনের টিজারও প্রকাশ করেছে। আসুন, একসাথে জেনে নেওয়া যাক এই নতুন ফোনের লঞ্চ ডেট এবং অন্যান্য বিস্তারিত তথ্য।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতে লঞ্চ হবে TECNO Spark 30C 5G

কোম্পানি ঘোষণা করেছে টেকনো Spark 30C 5G ফোনটি ৮ অক্টোবর ভারতের বাজারে লঞ্চ হবে। এই ফোনের ট্যাগলাইনে “ক্রেজিলি রিলায়েবল” কথাটি উল্লেখ করা হয়েছে।

আশা করা হচ্ছে, TECNO Spark 30C 5G ফোনটি গত মাসে লঞ্চ হওয়া Tecno Pop 9 5G ফোনের তুলনায় প্রায় ১০,০০০ টাকা কম দামে বাজারে আসবে।

টেকনো Spark 30C 5G ফোনের ডিজাইন

TECNO Spark 30C 5G ফোনের ফ্রন্ট প্যানেলে ফ্ল্যাট স্ক্রিন এবং পাতলা বেজেলসহ পাঞ্চ হোল নচ ডিসপ্লে থাকবে। পিছনের দিকে, রিং এলইডি লাইটসহ একটি ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ফোনটি ব্ল্যাক এবং একটি ডুয়েল টোন কালার অপশনে উপলব্ধ হবে। সব মিলিয়ে, বাজেটের মধ্যে সুন্দর ডিজাইন এবং আকর্ষণীয় ফিচারগুলো নিয়ে আসছে TECNO Spark 30C 5G।

TECNO Spark 30C 5G ফোনের স্পেসিফিকেশন

অফিসিয়াল টিজারে ব্র্যান্ড জানিয়েছে, টেকনো Spark 30C 5G ফোনে একটি শক্তিশালী 48 মেগাপিক্সেল সোনী ক্যামেরা সেন্সর থাকবে। এর সঙ্গে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ ক্যামেরা লেন্স এবং ছবি তোলার সময় অটো ফোকাস ও ক্লিয়ার শটের জন্য সহায়তা করবে।

কোম্পানি জানিয়ে দিয়েছে এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে যোগ করা হবে।

এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত না হলেও, টেকনো Spark 30C 5G ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই চিপসেটটি শক্তিশালী পারফরম্যান্স এবং সেরা গেমিং অভিজ্ঞতার জন্য পরিচিত।

শোনা যাচ্ছে, TECNO Spark 30C 5G ফোনটিতে 6.67 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে থাকতে পারে।

টেকনো Spark 30C 5G ফোনটিতে 4GB RAM এবং 4GB ভার্চুয়াল RAM থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, এই ফোনটি 64GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজের দুটি অপশনে পাওয়া যাবে।

ফোনটির ফ্রন্ট প্যানেলে ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে বলে শোনা যাচ্ছে।

টেকনো Spark 30C 5G ফোনটিতে 5000mAh ব্যাটারি থাকতে পারে। এছাড়া, 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করতে পারবেন।

টেকনো Spark 30C 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here