AI ফিচার দিয়ে ভারতে লঞ্চ হল Lenovo Yoga Slim 7i,দেখে নিন এর দাম কত !

By JK Official

Updated on:

Lenovo Yoga Slim 7i
Lenovo Yoga Slim 7i Price 2024 : এটি Lenovo-এর Yoga Slim সিরিজের প্রথম ল্যাপটপ লঞ্চ করেছে । Lenovo এই ল্যাপটপে NPU-এর সঙ্গে Lenovo AI Engine+ ব্যবহার করা হয়েছে। দেখে নিন এর দাম কত রেখেছে।

Lenovo ভারতে একটি নতুন ল্যাপটপ লঞ্চ করেছে, যার নাম রাখা হয়েছে কোম্পানি তরফ থেকে Yoga Slim 7i। এটি Lenovo-এর Yoga Slim সিরিজের প্রথম ল্যাপটপ। Lenovo এই ল্যাপটপে NPU-এর সঙ্গে Lenovo AI Engine+ ব্যবহার করেছে। দেখে নিন এর দাম কত রেখেছে। আর এতে কী কী ফিচার ও স্পেসিফিকেশন দেওয়া হয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Lenovo Yoga Slim 7i এর স্পেসিফিকেশন এবং ফিচার:

711BEiuVZoL. SX679


এই ল্যাপটপে একটি 14-ইঞ্চি OLED ডিসপ্লে দেয়া হয়েছে, যা 1920×1200 পিক্সেল রেজোলিউশন, এবং HDR 500, 400 nits ব্রাইটনেস, ডলবি ভিশনের মতো অনেক ফিচার রয়েছে। এই ল্যাপটপে প্রসেসরের জন্য Intel Core Ultra 7 155H চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য ইন্টিগ্রেটেড ইন্টেল আর্ক গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। ল্যাপটপটিতে LIFETIME উইন্ডো 11 অপারেটিং সিস্টেম রয়েছে।

আরও এই ল্যাপটপে রয়েছে 32GB LPDDR5X RAM এবং 1TB SSD স্টোরেজ। এছাড়াও এতে 2W এর 4টি স্পিকার, এবং HD অডিও, Dolby Atmos এবং amplifier দেওয়া হয়েছে।

ব্যাটারি 65Wh 4 সেল লি-পলিমার ব্যাটারি রয়েছে, যা 65W দ্রুত চার্জিং সাপোর্ট করে এবং লাপ্টোপ টি চার্জিং খূব তাড়া তাড়ী হবে। এই লাপ্টোপটিতে Wi-Fi 6E, Bluetooth 5.1, 2 USB-C Thunderbolt পোর্ট, একটি USB-A 3.2, HDMI 2.1 পোর্ট, অডিও জ্যাকের মতো অনেক বিশেষ ফিচার রয়েছে।

এই ল্যাপটপের দাম কত?

Lenovo Yoga Slim 7 Intel Core Ultra 7 155H Built-in AI 14″(35.5cm)

Inclusive of all taxes
EMI starts at ₹5,129 per month. EMI options 
AMAZONE BUY NOW

₹1,05,799

M.R.P.: 1,46,890

81XI2oO6y1L. SX679

Lenovo Yoga Slim 7i ভারতে 1,04,999 টাকায় লঞ্চ করা হয়েছে। এই ল্যাপটপটি অ্যালুমিনিয়াম এবং লুনা গ্রে এই দুটো রঙে লঞ্চ করা হয়েছে। এটি Lenovo এর এক্সক্লুসিভ স্টোর, অফলাইন স্টোর এবং প্রধান ই-কমার্স ওয়েবসাইটগুলিতে পাওয়া যাচ্ছে। আপনি প্রথম দিনেই এতে 10 হাজার টাকা ছাড় পেয়ে যাবেন।

Related Posts

Jio 5G SIM recharge plan: Jio এর নতুন 200 টাকা দামের সস্তা 5G প্ল্যান লঞ্চ হল , জেনে নিন বিস্তারিত!

Airtel Family Recharge Plan: 4 জনের মোবাইল চলবে ১ রিচার্জে, এবার আসল চাপে পড়লো জিও !

Everybody Wins 2024:নতুন ব্রডব্যান্ড কানেকশনের সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে iPhone 15! বিস্তারিত জেনে নিন!

মাত্র 6,399 টাকায় সেরা Smart TVs: সীমিত সময়ের অফার মিস করবেন না!

JK Official

আমি জনরুল খান পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর। আমরা আপনাকে সর্বশেষ ব্রেকিং আপডেট সরবরাহ করি

Leave a Comment