Jio 5G SIM recharge plan: Jio এর নতুন 200 টাকা দামের সস্তা 5G প্ল্যান লঞ্চ হল , জেনে নিন বিস্তারিত!

By JK Official

Published on:

Jio 5G SIM recharge plan
Jio 5G SIM recharge plan:রিলায়েন্স জিও তাদের 198 টাকা দামে একটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান লঞ্ছ করেছে। কোম্পানির পক্ষ থেকে 5G ইউজারদের জন্য এটি সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান হবে। এই প্ল্যানের সব চেয়ে বিশেষত্ব হল এতে আপনি আনলিমিটেড 5G ডেটা সুবিধা পাবেন।

এছাড়া এই প্ল্যানের মাধ্যমে Jio 5G ইউজাররা JioTV, JioCinema এবং JioCloud মতো ভিডিও সোসাইটির সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সস্তা প্ল্যানের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টেলিযোগাযোগ সেক্টরে সস্তা রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে জিওর নাম প্রথমেই আসে। ভারতের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিগুলি মধ‍্যে জিও একটি । টেলিকম ইন্ড্রাস্ট্রিতে শেষ কয়েক বছরে খুব খারাপ কটলেও রীতিমত আধিপত্য বিস্তার করেছে মুকেশ আম্বানির জিও কোম্পানি।

এই জিও কোম্পানি মার্কেট রেটের তুলনায় অনেক সস্তা মূল্যে রিচার্জ প্ল্যান এনে দেশবাসীর মন জয় করে নিয়েছিলেন, কিন্তু কিছু দিন আগে দেশবাসী বেশি রিচার্জ প্ল্যান মূল্যে বৃদ্ধির কারণে হতাশ হয়ে পরে।

তাই গ্রাহকদের চাহিদা পূরণে জিও সস্তা মূল্যে রিচার্জ প্ল্যান লঞ্চ করতে চলেছে । ইতিমধ্যেই জিও দেশের একাধিক শহরকে 5G পরিষেবা দেওয়া শুরু করেছে। সেই ধারাবাহিকতায় জিও এবার ২০০ টাকার কম দামে কিছু প্ল্যান লঞ্চ করেছে।

Jio-এর 198 টাকা দামের প্রিপেইড প্ল্যানের ডিটেই

Add a heading 8
Jio 5G SIM recharge plan: Jio এর নতুন 200 টাকা দামের সস্তা 5G প্ল্যান লঞ্চ হল , জেনে নিন বিস্তারিত! 3

Jio 5G unlimited data plan validity:জিওর 198 টাকা দামে প্রিপেইড রিচার্জ প্ল্যানটি 14 দিনের ভ্যালিডিটি সহ পেশ করা হয়েছে।

মুকেশ আম্বানির নতুন জিওর গ্রহকদের 198 টাকা দামে প্রিপেইড রিচার্জ প্ল্যানটি 14 দিনের ভ্যালিডিটি দিতে চলেছে ।

এই রিচার্জ প্ল্যানের অধীনে আনলিমিটেড কল, প্রতিদিন 100 এসএমএস এবং আরও আপনি পেয়ে যাবেন প্রতিদিন 2জিবি ডেটা বেনিফিট।

একইসঙ্গে এই প্ল্যানে free জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড সাবস্ক্রিপশন সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন মুকেশ আম্বানির জিও কোম্পানি। ।

এছাড়া এই প্ল্যানে দেশজুড়ে যেকোনো জায়গায় রিচার্জ করানো যাবে।

জানিয়ে রাখি কোম্পানির 198 টাকা দামে রিচার্জ প্ল্যানটি সবচেয়ে কম দামের রিচার্জ প্ল্যান নয়। এই রিচার্জ প্ল্যান ছাড়াও কোম্পানির আরও একটি সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে। আবার জিওর 198 টাকা দামের রিচার্জ প্ল্যানও আছে।

জিও এর ২০০ টাকার কম দামের প্ল্যান

Jio 5G SIM recharge plan:জিও এর ২০০ টাকার কম দামের প্ল্যান নিয়ে এসেছে জিও কোম্পানি। জিও তাদের বর্তমানে যে সব প্ল্যান লঞ্চ করেছ, তাদের মধ‍্যে ১৯৮ ও ১৯৯ টাকার ব্যাপক জনপ্রিয় পাচ্ছেন।এর থেকেও বেশ কিছু কম দামের প্ল্যান লঞ্চ করেছ। ১৮৯ টাকার একটি প্ল্যান রয়েছে জিও প্ল্যান।

Jio 5G unlimited data plan validity:Jio ১৯৮ টাকার প্রিপেড প্ল্যানের ১৪ দিনের বৈধতার সাথে আপনাকে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ SMS, এবং প্রতিদিন ২ জিবি ডেটা অফার করা হচ্ছে। এর সাথে, আপনি প্ল্যানে Jio TV, Jio Cinema এবং Jio Cloud এর Free সাবস্ক্রিপশন পাবেন।

জিও এর ১৯৯ টাকার প্ল্যানের বিবরণ

Jio 5G SIM recharge plan:আর এদিকে ১৯৯ টাকার প্ল্যান সম্পর্কে কথা বললে, এটি আপনাকে ১৮ দিনের পরিষেবা বৈধতার দিচ্ছেন jio। এই প্ল্যানটি কিনলে ১.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন আপনি ১০০ টি SMS পেয়ে যাবেন। এই প্ল্যানে আপনাকে Jio Cinema, Jio TV এবং Jio ক্লাউড Free অফার করা হচ্ছে। আর কোম্পানির সবচেয়ে সস্তা প্ল্যান ১৮৯ টাকায় ২ জিবি ডেটা আর আনলিমিটেড কলিং এবং ৩০০ টি SMS দেওয়া হয়।

Related Posts

Airtel Family Recharge Plan: 4 জনের মোবাইল চলবে ১ রিচার্জে, এবার আসল চাপে পড়লো জিও !

Everybody Wins 2024:নতুন ব্রডব্যান্ড কানেকশনের সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে iPhone 15! বিস্তারিত জেনে নিন!

AI ফিচার দিয়ে ভারতে লঞ্চ হল Lenovo Yoga Slim 7i,দেখে নিন এর দাম কত !

সাবস্ক্রিপশন সহ BSNL প্ল্যানের লিস্ট, ফ্রি কল ও ডেটার সঙ্গেই পাওয়া যাবে !

JK Official

আমি জনরুল খান পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর। আমরা আপনাকে সর্বশেষ ব্রেকিং আপডেট সরবরাহ করি

Leave a Comment