Airtel লঞ্চ করল দুটি নতুন প্ল্যান: ফ্রি প্রাইম ভিডিও সহ হোম এন্টারটেইনমেন্টের দারুণ সুবিধা

By JK Official

Published on:

Airtel

Airtel Digital TV এবার ইউজারদের খুশি করতে নিয়ে এসেছে দুটি নতুন প্ল্যান। এই প্ল্যানগুলো হলো Hindi Ultimate এবং Amazon Prime Lite plan। নাম দেখেই বোঝা যাচ্ছে, এবার Airtel নিয়ে এসেছে Amazon Prime এর মেম্বারশিপ পার্টনারশিপ। দামের কথা বললে, Hindi Ultimate প্ল্যানের দাম 521 টাকা আর Amazon Prime Lite প্ল্যানের দাম 2288 টাকা। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো, এই প্ল্যানের সঙ্গে 350টিরও বেশি টিভি চ্যানেল অ্যাক্সেস করতে পারবেন! চলুন দেখে নেওয়া যাক এই প্ল্যানের আরও বিস্তারিত তথ্য।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্ল্যানের ডিটেইলস

521 টাকাHindi Ultimate & Amazon Prime Lite 1M30 দিন
2,288 টাকাHindi Ultimate & Amazon Prime Lite 6M180 দিন

Airtel এর নতুন 521 টাকার প্ল্যানটি 30 দিনের ভ্যালিডিটি নিয়ে এসেছে, আর 2288 টাকার প্ল্যানে আপনি পাবেন পুরো 180 দিনের ভ্যালিডিটি। কোম্পানির মতে, এই প্ল্যানগুলো ইউজারদের জন্য হোম এন্টারটেইনমেন্টের সেরা অভিজ্ঞতা এনে দিতে তৈরি করা হয়েছে। তাই যারা বাড়িতে বসে অসাধারণ টিভি ও মুভি দেখতে চান, তাদের জন্য এই প্ল্যানগুলো হবে পারফেক্ট!

প্ল্যানের বেনিফিট

কোম্পানির মতে, এই প্ল্যানের মাধ্যমে ইউজাররা 2টি ডিভাইসে HD কোয়ালিটিতে প্রাইম কন্টেন্ট উপভোগ করতে পারবেন। এর সঙ্গে প্রাইম লাইট সাবস্ক্রিপশন থাকায় আপনি পাবেন ১০ লক্ষেরও বেশি প্রোডাক্টে আনলিমিটেড সেম ডে ডেলিভারি সুবিধা! এছাড়া, Amazon এর সমস্ত সেলে প্রাইম মেম্বাররা আগেভাগেই অ্যাক্সেস পাবেন, লাইটনিং ডিলে অংশ নিতে পারবেন এবং 5% ক্যাশব্যাকও উপভোগ করবেন। তবে ক্যাশব্যাক পেতে হলে পেমেন্ট করতে হবে Amazon Pay ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে।

নতুন প্ল্যান লঞ্চের পর কোম্পানি জানিয়েছে, মোবাইল এন্টারটেইনমেন্টের ক্রমবর্ধমান চাহিদা তাদের টিভি অফার আরও বাড়াতে উৎসাহিত করেছে। এর ফলে ইউজাররা যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা কন্টেন্ট দেখতে পারবেন। এছাড়া, Amazon Prime এর সঙ্গে এই পার্টনারশিপ কোম্পানির কন্টেন্ট লাইনআপকে আরও সমৃদ্ধ করেছে, যা ইউজারদের জন্য আরো বেশি অপশন নিয়ে আসছে।

প্রাইম ভিডিও ইন্ডিয়া জানিয়েছে, Airtel Digital TV-র সঙ্গে এই পার্টনারশিপের মাধ্যমে প্রাইম ভিডিওর পুরো কন্টেন্ট লাইব্রেরি আরও সহজে এবং সুলভে পাওয়া যাবে। শুধু তাই নয়, প্রাইম লাইটের মাধ্যমে ইউজাররা শপিং এবং শিপিংয়ের অতিরিক্ত সুবিধাও পাবেন। এর ফলে লক্ষাধিক প্রোডাক্ট অর্ডার করার দিনই বা তার পরের দিন ডেলিভারি হয়ে যাবে, যা ইউজারদের জন্য দারুণ একটি বোনাস!

Related Posts

জিওর নতুন রিচার্জ প্ল্যান: ৭ দিনের ভ্যালিডিটি সহ বিশেষ অফার, বিস্তারিত জানুন

Amazon Great Indian Festival 2024: আমাজন এবং আলেক্সা প্রোডাক্টে বেস্ট ডিল দেখে নিন

Samsung Galaxy S24 Ultra বনাম Galaxy S25 Ultra: লিক থেকে আসা তথ্য অনুযায়ী পার্থক্য জানুন!

TRAI New Rules 2024: অক্টোবর থেকে সিম কার্ডের নতুন নিয়ম, গ্রাহকদের জন্য জরুরি খবর!

JK Official

আমি জনরুল খান পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর। আমরা আপনাকে সর্বশেষ ব্রেকিং আপডেট সরবরাহ করি

Leave a Comment