Vivo V40 specifications:বিগত কয়েক মাস ধরে V40 Series শিরোনামে নেট দুনিয়াই ছেয়ে রয়েছে। এবার কোম্পানি পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে, Vivo V40 এবং Vivo V40 Pro স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছে। বিশেষ করে এই ফোনটি শক্তিশালী 5500mAh ব্যাটারি এবং সবচেয়ে পাতলা ফোন হিসেবে টিজ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।
ভিভো ভারতের অফিসিয়াল সাইটএবং সোশ্যাল মিডিয়া সাইট এক্স অনুযায়ী Vivo V40 এবং Vivo V40 Pro স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে।
কোম্পানি টিজারের মাধ্যমে এই আপকামিং ফোনের লঞ্চ ডেট জানায়নি, তবে এই ফোনটি আগস্টের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ করা হতে পারে।
Vivo V40 Pro স্মার্টফোন Ganges Blue সহ টাইটেনিয়াম গ্রে কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। তবে Vivo V4 স্মার্টফোন Ganges Blue, লোটাস পার্পল এবং টাইটেনিয়াম গ্রে এর মতো কালার অপশনে পেশ করা হবে।