Tecno Spark Go 1 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

By JK Official

Published on:

Tecno Spark Go 1 স্মার্টফোন

ভারতীয় বাজারে টেকনো আজ তাদের সস্তা Tecno Spark Go 1 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটির দাম 8 হাজার টাকার থেকেও কম রাখা হবে বলে জানিয়েছে। এই দামে মধ্যে আপনি 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে সহ আরও অনেক ভাল স্পেসিফিকেশন পাবেন। টেকনো এটি এই সিরিজের প্রথম স্মার্টফোন। এই ফোনটিতে মেমরি ফিউশন ফিচার সহ 8GB RAM দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিব এই ফোনটি সম্পর্কে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Tecno Spark Go 1 এর স্পেসিফিকেশন

  1. 6.67″ 120Hz Display
  2. 4GB RAM 64GB Storage
  3. 4GB Memory Fusion
  4. Unisoc T615
  5. 13MP Back Camera
  6. 8MP Front Camera
  7. 15W 5,000mAh Battery

Tecno Spark Go 1 এর দাম

Tecno Spark Go 1 স্মার্টফোনটির দাম 8,000 টাকার মধ্যে রাখা হয়েছে। আপনারা এই কম দামের ফোনটিতে 4GB RAM এবং 64GB Storage সহ 4GB MEMORY FUSION ফিচার পাবেন। এই ফিচারের মাধ্যমে Tecno Spark Go 1 ফোনটিতে 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। কোম্পানির ওয়েবসাইটে এই ফোনটির দাম ও সেল ডিটেইলস সম্পর্কে জানানো হয়েছে। (আরও পড়ুনঃ OnePlus 11 5G স্মার্টফোন 23,000 টাকা পর্যন্ত ছাড়, বিস্তারিত জানুন!)

ডিসপ্লে: Tecno Spark Go 1 ফোনটিতে 6.67 ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। ডিসপ্লেটি ডায়নেমিক পোর্ট ডিসপ্লে দেকতে পাবেন, এর মাধ্যমে পাঞ্চ-হোল নোটিফিকেশন এলে নচ শেপে দেখা যায়। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

স্টোরেজ: কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 4GB RAM সহ সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এই ফোনটিতে 4GB RAM + 4GB ভার্চুয়াল RAM সাপোট দেওয়া হয়েছে। MEMORY FUSION ফিচারের সহযোগিতায় ফোনটিতে 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই নতুন টেকনো ফোনটিতে LPDDR4x RAM সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য Tecno Spark Go 1 ফোনটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 1.8Ghz ক্লক স্পীডযুক্ত Unisoc T615 প্রসেসর দেয়া হয়েছে। এই ফোনটি Android GO অপারেটিং সিস্টেমের মাধ্যমে অপারেট করতে পারবেন। আপনি এই OS এর মাধ্যমে ব্যাটারি কম এবং ইন্টারনেট কম খরচ অপারেট করতে পারবেন। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 4 বছরের ল্যাগফ্রি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Tecno Spark Go 1 ফোনটির ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল মেইন রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল লেন্স।

ব্যাটারি: এই ফোনটিতে 15ওয়াট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটিতে গুগল গো অ্যাপ সাপোর্ট থাকার জন্য ব্যাটারি অন্যান্য স্মার্টফোনের তুলনায় দীর্ঘ সময় ব্যাকআপ দেয়।

3 সেপ্টেম্বার থেকে Tecno Spark Go 1 ফোনটি আমাজন ও ফ্লিপকার্টের মতো বিভিন্ন শপিং সাইটে মাধ্যমে সেল করা হবে। অন্যদিকে 6 সেপ্টেম্বার থেকে অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে সেল করা শুরু হবে। এই ফোনটি Startrail Black, Glittery White এবং Lime Green এর মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

Tecno Spark Go 1 এর ফিচার

এই ফোনটি ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং দেওয়া হয়েছে।
Tecno Spark Go 1 স্মার্টফোনটিতে Infrared সাপোর্ট করে। এর মাধ্যমে যেকোনো টিভি এবং অন্যান্য ডিভাইস চালানো যাবে।
টেকনো তাদের ফোনটিতে AI ANC অর্থাৎ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার যোগ করেছে। এই ফিচারের মাধ্যমে কল করার সময় আশেপাশের সাউন্ড কমে যাবে এবং কল ডিস্টার্বেন্স হবে না।
মিউজিকের জন্য Tecno Spark Go 1 স্মার্টফোনটির উপরে এবং নীচের ফ্রেমে dts ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে।

Related Posts

আগামী মাসে লঞ্চ হবে Vivo X200 সিরিজ ,জানালো কোম্পানি

এই সপ্তাহে লঞ্চ হচ্ছে মিড বাজেট সেগমেন্টের দারুণ স্মার্টফোন দেখে নিন নতুন অপশন

Xiaomi 14T Pro ফোনের অফিসিয়াল প্রেস রেন্ডার! দেখুন নতুন ফোনটি কেমন হবে

iphone in india: 10 হাজার টাকা পর্যন্ত কমে গেল iPhone,জেনে নিন নতুন দাম

JK Official

আমি জনরুল খান পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর। আমরা আপনাকে সর্বশেষ ব্রেকিং আপডেট সরবরাহ করি

Leave a Comment