Samsung Galaxy M05 স্মার্টফোন, ভারতে লঞ্চ হতে চলেছে, জেনে নিন দাম এবং ফিচার!

By JK Official

Published on:

Samsung Galaxy M05

ভারতীয় বাজারে তাদের এম-সিরিজের নতুন সদস্য নিয়ে আসতে চলেছে স্যামসাং। সসম্প্রতি এই সিরিজের অধীনে Samsung Galaxy M05 ফোনটি সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছিল। আর এবার এটি ইন্ডিয়া সাইটের সাপোর্ট পেজেও দেখা গেছে। ফলে ধারণা করা হচ্ছে যে, ফোনটি খুব শীঘ্রই লঞ্চ হতে পারে ভারতীয় বাজারে। চলুন দেখে নেওয়া যাক, সম্প্রতি প্রকাশ্যে আসা এই ফোনের সম্পর্কে বিস্তারিত তথ্য।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Samsung Galaxy M05 এর ইন্ডিয়া সাপোর্ট পেজ

মাই স্মার্ট প্রাইস ভারতীয় ওয়েবসাইটের সাপোর্ট পেজে সম্প্রতি Samsung Galaxy M05 ফোনটি স্পট করেছে। ইমেজে SM-M055F/DS মডেল নাম্বারটি দেখা গেছে, যা আগে সার্টিফিকেশন সাইটেও দেখা গিয়েছিল। এই তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে। তবে, ইন্ডিয়া সাপোর্ট পেজ থেকে ফোনটির সার্টিফিকেশন সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ পায়নি। উল্লেখ্য, Samsung Galaxy M05 হবে M04 ফোনের আপগ্রেড ভার্সন, যা 2022 সালে লঞ্চ হয়েছিল।

Samsung Galaxy M05 এর সম্ভাব্য প্রাইস

আসন্ন Samsung Galaxy M05 ফোনটি সম্ভবত আগের M04 মডেলের আপগ্রেড ভার্সন হিসেবে বাজারে আসবে। গত বছর M04 ফোনটি 8,499 টাকায় লঞ্চ হয়েছিল, তাই ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যে লঞ্চ হতে চলা M05 ফোনটির দাম ভারতের বাজারে প্রায় 10,000 টাকা হতে পারে।

Samsung Galaxy M04 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: আগের Samsung Galaxy M04 ফোনটিতে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছিল, যা ওয়াটারড্রপ নচ এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: ফোনটির প্রসেসিংয়ের জন্য রয়েছে MediaTek Dimensity P35 প্রসেসর, এবং গ্রাফিক্সের জন্য এতে IMG PowerVR GE8320 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ: ফোনটিতে 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো সম্ভব।

ব্যাটারি: Samsung Galaxy M04 ফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরা: ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে 13MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলে জন্য ফোনটিতে 5MP লেন্স যোগ করা হয়েছে।

কানেক্টিভিটি: কানেক্টিভিটির জন্য ফোনটিতে 4G, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, GPS, এবং চার্জিংয়ের জন্য USB টাইপ-C পোর্ট রয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।

Related Posts

আগামী মাসে লঞ্চ হবে Vivo X200 সিরিজ ,জানালো কোম্পানি

এই সপ্তাহে লঞ্চ হচ্ছে মিড বাজেট সেগমেন্টের দারুণ স্মার্টফোন দেখে নিন নতুন অপশন

Xiaomi 14T Pro ফোনের অফিসিয়াল প্রেস রেন্ডার! দেখুন নতুন ফোনটি কেমন হবে

iphone in india: 10 হাজার টাকা পর্যন্ত কমে গেল iPhone,জেনে নিন নতুন দাম

JK Official

আমি জনরুল খান পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর। আমরা আপনাকে সর্বশেষ ব্রেকিং আপডেট সরবরাহ করি

Leave a Comment