10,999 টাকা সেল হবে realme 5G স্মার্টফোন, জেনে নিন 5টি উল্লেখযোগ্য ফিচার

By JK Official

Published on:

realme 5G
গত 12 আগস্ট রিয়েলমি তাদের সস্তা realme C63 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। আজ থেকে এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টে ও আমাজন সেল শুরু হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এই ফোনটির সমস্ত মডেলের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Realme C63 5G এর দাম এবং অফার

Realme C63 5G Price in india :আমরা দেখেছি Realme 5G নতুন স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিলো। এই ফোনটির শেষ মডেল 4GB RAM +128GB স্টোরেজ অপশনের দাম মাত্র 10,999 টাকা রাখা হয়েছে। মিড মডেল 6GB RAM +128GB স্টোরেজ অপশনের দাম 11,999 টাকা এবং এই ফোনটির টপ মডেল 8GB RAM + 128 GB স্টোরেজ অপশন 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • আজ শপিং সাইট ফ্লিপকার্টা ও আমাজন মাধ্যমে দুপুর 12টা থেকে ফোনটির সেল শুরু হয়েছে।
  • শপিং সাইট কোম্পানির পক্ষ থেকে লঞ্চ অফার হিসেবে 1,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
  • আপনি ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
  • কোম্পানির পক্ষ থেকে পুরনো ফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত বেনিফিট দেওয়া হবে।
  • Realme 5G ফোনটি ফরেস্ট গ্রিন এবং স্টারি গোল্ড এই দুটি কালার অপশনে সেল করা হবে।

 

স্টোরেজ এবং RAMলঞ্চ প্রাইসব্যাঙ্ক অফার প্রাইস
4GB RAM+128GB10,999 টাকা9,999
6GB RAM +128GB11,999 টাকা10,999 টাকা
8GB RAM + 128GB 12,999 টাকা11,999 টাকা

Redmi 13 5G, Orchid Pink,6GB+128GB | India Debut SD 4 Gen 2 AE

Inclusive of all taxes
EMI starts at ₹679. No Cost EMI available EMI options 
Amazon Buy

₹13,999

M.R.P.: 17,999

81Q9jpYOFdL. SX679

Realme C63 5G এর 5টি উল্লেখযোগ্য ফিচার

  • Realme C63 5G ফোনটিতে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড এইচডি প্লাস 6.67 ইঞ্চির একটি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটি 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 625 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কিন্তু দিনের ডিসপ্লেটি খুব ভাল দেকতে পারবেন।
  • কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই স্মার্টফোনটিতে 2.4GHz হাই ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট দেওয়া হয়েছে। এই চিপসেট হেভি গেমিং সহ অন্যান্য অপশনে ভাল পারফরমেন্স পাওয়া যাবে । অর্থাৎ স্মার্টফোনটি ইউজাররা 5G সহ সবদিক থেকে ভালোভাবে উপভোগ করতে পারবে।
  • কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে Realme C63 5G স্মার্টফোনটির রেয়ার প্যানেলে 32 মেগাপিক্সেল মেইন লেন্স সহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ফিচার দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে ফটো, ভিডিও, নাইট, স্ট্রিট, প্রো, প্যানো, পোট্রেট, টাইম-ল্যাপ্স, স্লো-মো, টেক্সট স্ক্যানার, টিল্ট-শিফ্ট এবং মিভি ডুয়েল ভিডিও এর মতো বিভিন্ন রকম ফিচার এড রয়েছে। সেলফি জন্য এই ফোনটিতে AI বিউটি ফিচারযুক্ত 8 মেগাপিক্সেল একটি লেন্স দেখতে পাবেন।
  • স্মার্টফোনটিতেপাওয়ার ব্যাকআপের জন্য 10 ওয়াট কুইক চার্জিং ফিচার সাপোর্টেড এবং 5000mAh সাইজ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি সাহায্যে ফোনটিতে 40.1 ঘণ্টা পর্যন্ত কলিং টাইম পাওয়া যাবে বলে ধারনা করেছে।
  • Realme C63 5G ফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি54 রেটিং এবং দারুণ 5G কানেক্টিভিটির জন্য 9টা 5G ব্যান্ড এর মতো ফিচার দেওয়া হয়েড়ুন ( আরও পড়ুন: নতুন ব্রডব্যান্ড কানেকশনের সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে iPhone 15! বিস্তারিত জেনে নিন!)

Related Posts

আগামী মাসে লঞ্চ হবে Vivo X200 সিরিজ ,জানালো কোম্পানি

এই সপ্তাহে লঞ্চ হচ্ছে মিড বাজেট সেগমেন্টের দারুণ স্মার্টফোন দেখে নিন নতুন অপশন

Xiaomi 14T Pro ফোনের অফিসিয়াল প্রেস রেন্ডার! দেখুন নতুন ফোনটি কেমন হবে

iphone in india: 10 হাজার টাকা পর্যন্ত কমে গেল iPhone,জেনে নিন নতুন দাম

JK Official

আমি জনরুল খান পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর। আমরা আপনাকে সর্বশেষ ব্রেকিং আপডেট সরবরাহ করি

Leave a Comment