29 আগস্ট লঞ্চ হতে চলেছে realme 13 Series 5G, জেনে নিন ডিটেইলস

By JK Official

Published on:

realme 13 Series 5G
realme 13 Series 5G:কোম্পানি তাদের আপকামিং realme 13 5G ফোনটির লঞ্চের কথা অনেক আগেই বলেছিল। তবে আজ এই সিরিজের ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে বিস্তারিত ঘোষণা দিয়েছে কোম্পানি। রিয়েলমি একটি প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছে, আগামী 29 আগস্ট Realme 13 5G ফোনটি লঞ্চ করা হবে ভারতে বাজারে।

জানিয়ে রাখি আপকামিং সিরিজটির আগের জনপ্রিয় Realme 12 সিরিজটি ফোনটি 5G এর আপগ্রেড ভার্সন হিসেবে লঞ্চ করা হবে। আপকামিং সিরিজের অধীনে রয়েছে Realme 13 5G এবং Realme 13+ 5G দুটি মডেল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme 13 সিরিজের ভারতীয় লঞ্চ সম্পর্কে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আমরা আগেই জানিয়েছি রেখেছি ভারতে তাদের Realme 13 সিরিজের স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুত। আগামী 29 আগস্ট দুপুর 12টা Realme একটি ইভেন্ট আয়োজন করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকে নতুন Realme 13 5G সিরিজের স্মার্টফোন লঞ্চ করা হবে। আপকামিং Realme সিরিজের জন্য Realme India ওয়েবসাইট ছাড়াও Flipkart-এ সেল চলবে। তাই ফোনটি অনলাইনেও সেল করা হবে বলে কনফার্ম জানা গেছে।

ভারতে Realme 13 সিরিজের দাম রাখা হবে প্রায় 20,000 টাকা। Realme 13 Pro সিরিজের ফিচারের কথা বিবেচনা করে বলা যায় যে, Realme 13 সিরিজে আপগ্রেড ক্যামেরা এবং AI-চালিত ক্যামেরা ফাংশন থাকতে পারে। উল্লেখ্য, Pro সিরিজ 2024 সালের জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল। এই সিরিজের মডেলগুলি হাইপারইমেজ + এআই ক্যামেরা সিস্টেম ফিচারযুক্ত রিয়েলমির প্রথম ফোন ছিল।

Related Posts

আগামী মাসে লঞ্চ হবে Vivo X200 সিরিজ ,জানালো কোম্পানি

এই সপ্তাহে লঞ্চ হচ্ছে মিড বাজেট সেগমেন্টের দারুণ স্মার্টফোন দেখে নিন নতুন অপশন

Xiaomi 14T Pro ফোনের অফিসিয়াল প্রেস রেন্ডার! দেখুন নতুন ফোনটি কেমন হবে

iphone in india: 10 হাজার টাকা পর্যন্ত কমে গেল iPhone,জেনে নিন নতুন দাম

JK Official

আমি জনরুল খান পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর। আমরা আপনাকে সর্বশেষ ব্রেকিং আপডেট সরবরাহ করি

Leave a Comment