লঞ্চ হল Jio Bharat J1 4G ফোন, 123 টাকার রিচার্জ করে পাওয়া যাবে অসাধারণ বেনিফিট !

By JK Official

Published on:

Jio Bharat J1 4G

জিও তার নতুন ইউজার দের কথা মাথাই রেখে বাজারে নেয়া আসেছে নতুন জিও 4G ফোন। যেসব ইউজারারা কম দামে 4G ফোন ব্যাবহার করতে চান, সেইসব ইউজারদের জন্য Reliance Jio নিয়ে এসেছে খুশির খবর। কোম্পানির পক্ষ থেকে নতুন Jio Bharat J1 4G ফোন লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের দাম মাত্র 1799 টাকা রাখা হয়েছে এবং এটি জিও শপ থেকে নেতে পারেন । এই ফোনটি বাটনযুক্ত 4G কানেক্টিভিটি সহ UPI এবং Live TV এর মতো ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন Jio Bharat J1 4G স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jio Bharat J1 4G এর দাম

রিলায়েন্স জিওর পক্ষ থেকে Jio Bharat J1 4G স্মার্টফোনটি সেল করার জন্য পেশ করা হয়েছে। Jio Bharat J1 4G স্মার্টফোনের দাম 1,799 টাকা রাখা হয়েছে। এই ফোনটি শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হচ্ছে। এই সস্তা বাটনযুক্ত 4G স্মার্টফোনটি ডার্ক গ্রে (Dark Grey) কালার অপশনে সেল করা হচ্ছে। বিশেষত এই স্মার্টফোনে ইউজারারা 4G ফিচার সহ একদম ফ্রিতে Jio SIM পেয়ে যাবেন। Jio Bharat J1 4G স্মার্টফোনটি এখনই কিনতে (এখানে ক্লিক করুন)।

সবচেয়ে সস্তা জিও ভারত প্ল্যান

জিও ভারত জে1 4জি ফোন কোম্পানির সবচেয়ে সস্তা ফোনগুলির মধ্যে একটি। Reliance Jio জানিয়েছে এই স্মার্টফোনটি মাত্র 123 টাকার সস্তা রিচার্জ প্ল্যানে কিনতে পারেন। এটি একটি 4G রিচার্জ প্ল্যান যা 28 দিনের ভ্যালিডিটি সহ আপনাকে দেয়া হবে ।এবং জিও ভারত রিচার্জ প্ল্যানে মাধ্যমে আরও বেশি 14GB ডেটা আপনাকে দেয়া হবে, এই ডেটা প্রতিদিন কোনো সীমা ছাড়াই ব্যবহজাবেকরতে পারবেন। এছাড়াও এই রিচার্জ প্ল্যানে পুরো মাসের জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন।

Jio Bharat J1 4G এর ফিচার

  • জিও ভারত জে1 4জি স্মার্টফোনে 2.8-ইঞ্চির বড় স্ক্রিন রয়েছে। এই ডিসপ্লের নিচে একটি টি9 কিপ্যাড রয়েছে যেখানে টর্চ, ভাইব্রেশন ইত্যাদির জন্য ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে।
  • এই নতুন জিওর ভারত ফোনে 2,500এমএএইচ ব্যাটারি সাপোর্ট করে, যা একবার পুরোপুরি চার্জ করলে অনেক সময় ধরে ব্যাকআপ দেওয়ার ক্ষমতা রাখে।
  • ফটোগ্রাফির জন্য Jio Bharat J1 4G ফোনের ব্যাক প্যানেলে একটি ক্যামেরা সেন্সরও রয়েছে। এই ক্যামেরা লেন্সের সাথে এলইডি ফ্ল্যাশও দেওয়া হয়েছে।
  • এই জিও ফোনে ফটো, অডিও গান এবং ভিডিও সেভ করার জন্য 128GB এক্সপেন্ডেবল স্টোরেজও দেওয়া হয়েছে।
  • এই ফোনটি জিও অ্যাপস সহ JioTV, JioCinema, JioSaavn, এছাড়াও JioChat এবং JioPhotos-এর সুবিধা পাওয়া যাবে।
  • জিও ভারত জে1 4জি স্মার্টফোনের বিশেষত হল এর মধ্যে থাকা JioPay। এই বাটনওয়ালা ফোন থেকে UPI পেমেন্ট করা যাবে।
  • রিলায়েন্স জিওর নতুন 4জি ফিচার স্মার্টফোনে 23তি ভাষার সাপোর্ট পাওয়া যাবে।
  • Jio Bharat J1 4G ফোনে 455+ Live TV Channel দেখা যাবে, যার মধ্যে রিজনাল চ্যানেলগুলোও রয়েছে।

Related Posts

আগামী মাসে লঞ্চ হবে Vivo X200 সিরিজ ,জানালো কোম্পানি

এই সপ্তাহে লঞ্চ হচ্ছে মিড বাজেট সেগমেন্টের দারুণ স্মার্টফোন দেখে নিন নতুন অপশন

Xiaomi 14T Pro ফোনের অফিসিয়াল প্রেস রেন্ডার! দেখুন নতুন ফোনটি কেমন হবে

iphone in india: 10 হাজার টাকা পর্যন্ত কমে গেল iPhone,জেনে নিন নতুন দাম

JK Official

আমি জনরুল খান পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর। আমরা আপনাকে সর্বশেষ ব্রেকিং আপডেট সরবরাহ করি

Leave a Comment