Itel colorPro 5G রং বদলানো 5G ফোন, দেখে নিন ফিচার!

By JK Official

Published on:

Itel colorPro 5G: আজ itel তাদের colorPro 5G ফোনটি অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি IVCO কালার চেঞ্জিং টেকনোলজি দেওয়া হয়েছে যার ফলে ফোনটির ব্যাক প্যানেলের কালার পরিবর্তন হবে। এছাড়া এই ফোনে NRCA 5G++ টেকনোলজিও রয়েছে। এই পোস্টে 10 হাজার টাকা রেঞ্জের এই নতুন 5G ফোনটির সমস্ত ডিটেইলস সম্পর্কে জানানো সহ।

সূর্যের আলোয় রং পালটাবে Itel colorPro 5G

জানিয়ে রাখি এই ফোনে নেক্সট জেনারেশন IVCO (আইটেল ভিভিড কালার) টেকনোলজি দেওয়া হয়েছে, যা সূর্যের আলোয় ফোনের ব্যাক প্যানেলের রং পালটাতে সক্ষম। এর আগে এই টেকনোলজি Vivo এবং Oppo স্মার্টফোনে দেখা গেছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Itel Color Pro 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Itel Color Pro 5G ফোনে 6.6 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াটার ড্রপ নচ ডিজাইনের স্ক্রিন 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।

চিপসেট: এই ফোনে MediaTek Dimensity 6080 চিপসেট যোগ করা হয়েছে। এই চিপসেট 420,000 AnTuTu স্কোর পেয়েছে। ফোনটি 10 5G Bands সাপোর্ট করে।

স্টোরেজ: Itel Color Pro 5G ফোনে 6GB RAM রয়েছে। এতে 6GB virtual RAM ফিচার দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 8MP AI ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: Itel Color Pro 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

Itel colorPro 5G ফোনের দাম এবং সেল

itel A70 (4GB RAM, 128GB ROM) upto 12GB RAM with Memory Fusion

Inclusive of all taxes
EMI starts at ₹330. No Cost EMI available
BUY NOW


₹6,799 M.R.P.: ₹9,999(-32%)

71BiGP4u5JL. SX679

এই ফোনটি 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং ফোনটি কোম্পানির সাইট ও অফলাইন মার্কেটের মাধ্যমে সেল করা হবে। এই লো বাজেট ফোনটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য এই ফোনের সঙ্গে 3,000 টাকা দামের ফ্রি কমপ্লিমেন্টারি ডাফেল ট্রলি ব্যাগ এবং 2,000 টাকা দামের ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট পাওয়া যাবে। এই ফোনটি Lavender Fantasy এবং River Blue কালারে সেল করা হবে।

Related Posts

আগামী মাসে লঞ্চ হবে Vivo X200 সিরিজ ,জানালো কোম্পানি

এই সপ্তাহে লঞ্চ হচ্ছে মিড বাজেট সেগমেন্টের দারুণ স্মার্টফোন দেখে নিন নতুন অপশন

Xiaomi 14T Pro ফোনের অফিসিয়াল প্রেস রেন্ডার! দেখুন নতুন ফোনটি কেমন হবে

iphone in india: 10 হাজার টাকা পর্যন্ত কমে গেল iPhone,জেনে নিন নতুন দাম

JK Official

আমি জনরুল খান পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর। আমরা আপনাকে সর্বশেষ ব্রেকিং আপডেট সরবরাহ করি

Leave a Comment