Maruti Suzuki Price Hike: গাড়ির বাজারে সস্তা চার চাকা বিক্রির জন্য পরিচিত মারুতি সুজুকি, যা ভারতের মধ্যবিত্তের কাছে বরাবরই পছন্দের ব্র্যান্ড। তবে এবার সেই পছন্দের গাড়ির দাম হাতের নাগালে থাকবে না। মারুতি সুজুকি ঘোষণা করেছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে তাদের গাড়ির দাম বাড়তে চলেছে। ব্যালেনো, সুইফটের মতো জনপ্রিয় মডেলের দাম বাড়ার খবরে মধ্যবিত্তদের মধ্যে চিন্তা শুরু হয়েছে।
সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, মারুতি সুজুকি তাদের গাড়ির দাম প্রায় ৪ শতাংশ পর্যন্ত বাড়াতে চলেছে। তবে কোন মডেলের দাম কতটা বাড়বে, তা এখনও নির্দিষ্টভাবে জানানো হয়নি। মূল্যবৃদ্ধি মডেলের উপর নির্ভর করবে বলে ধারণা করা হচ্ছে। একটি বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, “বাড়তে থাকা উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রেখে গ্রাহকদের উপর প্রভাব কমানোর চেষ্টা চালানো হয়েছে। তবে, অতিরিক্ত খরচের কিছুটা অংশ বাজারে প্রয়োগ করতে বাধ্য হচ্ছি।”
বর্তমানে মারুতি সুজুকি হ্যাচব্যাক সেগমেন্টে বেশ জনপ্রিয়, যেখানে রয়েছে ওয়াগন আর, সুইফট, সেলেরিও, অল্টো K10 এবং এস-প্রেসোর মতো মডেল। এই মডেলগুলি তাদের সাশ্রয়ী মূল্য এবং কার্যকারিতা দিয়ে ভারতীয় বাজারে বেশ প্রভাব ফেলেছে। SUV সেগমেন্টে ব্রেজ্জা সবচেয়ে জনপ্রিয়, যা এর স্টাইলিশ ডিজাইন ও পারফরম্যান্সের জন্য ক্রেতাদের মন কেড়েছে। অন্যদিকে, MPV সেগমেন্টে ইকো এবং আর্টিগার মতো ফ্যামিলি কারগুলি দীর্ঘ যাত্রা এবং বড় পরিবারের জন্য আদর্শ। মারুতির প্রিমিয়াম নেক্সা আউটলেটগুলিও ক্রেতাদের মন জয় করতে সক্ষম হয়েছে। এখানে ইগনিস, ব্যালেনো, ফ্রনক্স, সিয়াজ, XL6, জিমনি এবং ইনভিক্টোর মতো মডেলগুলি পাওয়া যায়।
এর আগে Hyundai Motor India Limited তাদের গাড়ির দাম বৃদ্ধির ঘোষণা করেছিল। এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে। সংস্থাটি জানিয়েছে, গাড়ির দাম বাড়ানোর হার নির্ভর করবে নির্দিষ্ট মডেলের উপর। হুন্ডাইয়ের এই মূল্যবৃদ্ধি প্রায় ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।