অ্যাপল ও শাওমিকে হারিয়ে টেক্কা দিল স্যামসঙ, টেক জায়েন্ট স্যামসঙের সাফল্যের মুকুটে এবার যোগ হয়েছে একটি নতুন পালক। বর্তমানে অধিকাংশ মোবাইল ফোন ব্যবহারকারী Android সিস্টেমে চলা ফোন ব্যবহার করেন, এবং এর মধ্যে বেশিরভাগই স্যামসঙের ওপর ভরসা করে। সম্প্রতি, IDC (International Data Corporation) মোবাইল মার্কেট সম্পর্কে একটি নতুন তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী, ২০২৪-২৫ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে স্যামসঙ বিশ্বের সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি করেছে। মোবাইল ফোন বিক্রির নিরিখে স্যামসঙ এখন Apple, Xiaomi, OPPO, Vivo এবং OnePlus এর মতো বড় ব্র্যান্ডগুলোকে পেছনে ফেলে শীর্ষস্থানে অবস্থান করছে।
IDC (International Data Corporation) এর রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে বিশ্বব্যাপী বিভিন্ন মোবাইল ফোন সংস্থার বিক্রি, বাজার শেয়ার এবং গত বছরের তুলনায় বৃদ্ধির হার বিশ্লেষণ করা হয়েছে। এই রিপোর্টে দেখা গেছে, জুলাই-আগস্ট-সেপ্টেম্বর মাসে অর্থাৎ চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে স্যামসঙ বিশ্বব্যাপী মোট ৫৭.৮ মিলিয়ন ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে।
সংস্থার বাজার শেয়ারের পরিমাণ ছিল ১৮.৩%, যা স্যামসঙকে শীর্ষস্থান নিশ্চিত করেছে। IDC রিপোর্ট অনুযায়ী, স্যামসঙের পর Apple দ্বিতীয় এবং Xiaomi তৃতীয় স্থানে রয়েছে। জুলাই-আগস্ট-সেপ্টেম্বর মাসে, অ্যাপল ৫৬ মিলিয়ন ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে। অন্যদিকে, শাওমি একই সময়ে ৪২.৮ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করেছে। OPPO এবং Vivo তালিকার প্রথম তিনটি স্থানে জায়গা করতে পারেনি। তৃতীয় ত্রৈমাসিকে OPPO বিক্রি করেছে ২৮.৮ মিলিয়ন ইউনিট স্মার্টফোন এবং Vivo বিক্রি করেছে ২৭ মিলিয়ন ইউনিট স্মার্টফোন। এই দুই সংস্থার বাজার শেয়ার যথাক্রমে ৯.১% এবং ৮.৫%।