Home Headphone Review স্বল্পমূল্যে নতুন ইয়ারবাড লঞ্চ করলো itel: জানুন ফিচার ও দাম

স্বল্পমূল্যে নতুন ইয়ারবাড লঞ্চ করলো itel: জানুন ফিচার ও দাম

4
0
স্বল্পমূল্যে নতুন ইয়ারবাড লঞ্চ করলো itel
চিত্র : সংগৃহীত

স্বল্পমূল্যে নতুন ইয়ারবাড লঞ্চ করলো itel: আইটেল ভারতের বাজারে তাদের নতুন ইয়ারবাড itel Buds Ace ANC লঞ্চ করেছে। মাত্র ₹৯৯৯ মূল্যের এই ইয়ারবাড সহজেই অ্যামাজনের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে। itel Buds Ace ANC ইয়ারবাডটি তিনটি আকর্ষণীয় রঙে উপলব্ধ – ক্র্যানবেরি জুস, মিডনাইট ব্লু, এবং সাদা।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

itel Buds Ace ANC ইয়ারবাডে থাকছে 25 ডিবি পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) ফিচার। ইয়ারবাডটিতে 10 মিমি ড্রাইভার দেওয়া হয়েছে। একবার ফুল চার্জে ইয়ারবাডটি ৫০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক দিতে পারে। প্রতিটি বাডে আছে 40mAh ব্যাটারি, আর চার্জিং কেসে রয়েছে 500mAh ব্যাটারি। এছাড়াও এতে কুইক চার্জিং সাপোর্ট রয়েছে, যেখানে মাত্র ১০ মিনিট চার্জ করলেই ৩ ঘণ্টা পর্যন্ত গান শোনা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here