Home Automobile News সুপারমোটো বাইক প্রেমীদের জন্য সুখবর! কেটিএম আনছে সস্তার দুর্দান্ত বাইক

সুপারমোটো বাইক প্রেমীদের জন্য সুখবর! কেটিএম আনছে সস্তার দুর্দান্ত বাইক

4
0
কেটিএম আনছে সস্তার দুর্দান্ত বাইক

কেটিএম আনছে সস্তার দুর্দান্ত বাইক: সুপারমোটো বাইকপ্রেমীদের জন্য দারুণ খবর! ভারতে আসতে চলেছে KTM 390 SMC R। সম্প্রতি দেশের রাস্তায় এই বাইকটির টেস্টিং চালাতে দেখা গিয়েছে। বাইকটি নভেম্বরে EICMA 2024-এর মঞ্চে প্রথমবার উন্মোচিত হয়। বিশ্ববাজারে আত্মপ্রকাশের পর এবার এদেশেও এটি লঞ্চ করার প্রস্তুতি শুরু করে দিয়েছে কেটিএম, এমনটাই জানাচ্ছে বিভিন্ন রিপোর্ট।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

KTM 390 SMC R আসছে

EICMA 2024-এর মঞ্চে উন্মোচিত মডেলের মতোই এদেশের বাইকটি ১৭ ইঞ্চি ওয়্যার-স্পোক হুইলে ধরা দিয়েছে। Adventure S এবং Enduro R-এর মতো এই সুপারমোটো মডেলটিও টিউবলেস টায়ার যুক্ত স্পোক হুইলে আসবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি, KTM 390 Adventure S এবং 390 Enduro R আগামী ২০২৫ সালের জানুয়ারিতে বাজারে আসতে চলেছে। অনুমান করা হচ্ছে, কেটিএম তাদের KTM 390 SMC R বছরের প্রথমার্ধেই লঞ্চ করবে। তবে এর আগে সংস্থা বাজারে এই বাইকটির চাহিদা এবং জনপ্রিয়তা যাচাই করে নিতে চাইছে।

KTM 390 SMC R লঞ্চের পর এটি হবে দেশের সবচেয়ে সস্তার এবং ৫০০ সিসি সেগমেন্টের কমে প্রথম সুপারমোটো মোটরসাইকেল। বাইকটিতে থাকছে লম্বা ট্রাভেল সাসপেনশনসহ ১৭ ইঞ্চি হুইল। শক্তির উৎস হিসেবে দেওয়া হবে একটি ৩৯৯ সিসি, লিকুইড কুলড মোটর, যা ৬-স্পিড গিয়ার সিস্টেমে চলবে। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৪৫.৩ বিএইচপি শক্তি এবং ৩৯ এনএম টর্ক উৎপন্ন হবে।

KTM 390 SMC R-এর প্রযুক্তিগত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। অনুমান করা হচ্ছে, লঞ্চের পর বাইকটি সংস্থার পোর্টফোলিওতে 390 Duke এবং 390 Adventure S-এর মধ্যবর্তীতে স্থান পাবে। এর দাম ৩.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here